নির্বাচনের ফল স্বেচ্ছাচারী বিজেপি-র গালে চড়, বলছেন রাজ ঠাকরে
Web Desk, ABP Ananda | 11 Dec 2018 08:30 PM (IST)
মুম্বই: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। তিনি বলেছেন, ‘বিজেপি-কে এই হারের মুখ দেখতেই হত। এই ফল স্বেচ্ছাচারী শাসনের গালে চড়। আজ দেশে রাম মন্দির না, রামরাজ্য চাই। সরকার গত সাড়ে চার বছরে কিছুই করেনি। তাই দেশের মানুষকে কিছুই দেখানোর নেই। সেই কারণেই বিশ্বাসের বিষয়টি সামনে আনা হয়েছে।’ এমএনএস প্রধান আরও বলেছেন, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে বিজেপি ‘পাপ্পু’ বলে কটাক্ষ করলেও, ছত্তীসগঢ়, রাজস্থান ও মধ্যপ্রদেশে দলের ভাল ফলের পর তিনি ‘পরম পূজ্য’ হয়ে উঠেছেন।