নয়াদিল্লি : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানা। তাঁর প্রয়ানে সংবাদমাধ্যম জগতে নেমে এসেছে শোকের ছায়া। অনেক সাংবাদিকই রোহিত সারদানার প্রয়ানের খবর জানিয়ে ট্যুইট করেছেন। সাংবাদিকরা তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। রোহিত সারদানার মৃত্যু নিয়ে বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের ট্যুইট, খুবই ভয়ঙ্কর খবর। বিশিষ্ট টেলিভিশন সঞ্চালক রোহিত সারদানা প্রয়াত হয়েছেন। আজ তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।  


বিশিষ্ট সাংবাদিক চিত্রা ত্রিপাঠী ট্যুইটে লিখেছেন, হাসি-খুশি পরিবার, দুটি ছোট মেয়ে। ওদের জন্য এই লড়াইয়ে হেরে যাওয়া ঠিক হল না রোহিত সারদানাজী। আজ সকালে নয়ডার বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল আর তার পরেই এল দুঃসংবাদ। কিছু বলার নেই।


বিশিষ্ট সাংবাদিক সুধীর চৌধুরী লিখেছেন, কিছুক্ষণ আগেই আমার এক সহকর্মীর ফোন এল। যা শুনলান, তাতে হাত কাঁপতে শুরু করল। আমাদের বন্ধু ও সহযোগী রোহিত সারাদানার মৃত্যুর খবর শুনলাম। এই ভাইরাস এত ঘনিষ্ঠ কারুর প্রাণ কেড়ে নেবে তা কল্পনাও করতে পারিনি।  ঈশ্বর সুবিচার করলেন না।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রোহিত সারদানার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি ট্যুইট করে বলেছেন, রোহিত সারদানা খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। উদ্যমে ভরপুর, ভারতের অগ্রগতি নিয়ে উৎসাহী, দয়ালু চিত্ত, রোহিতের অভাব সবাই অনুভব করবেন। তাঁর অকাল প্রয়াণ মিডিয়া জগতে এক বিশাল শূন্যতার তৈরি করেছে। তাঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।


বিশিষ্ট সাংবাদিক রোহিত সারাদানার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মানুষের স্বার্থে সাংবাদিকতার অতুলনীয় স্বাক্ষর রেখেছেন তিনি।


যোগী আদিত্যনাথ, প্রয়াত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করেছেন।


কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও শোক প্রকাশ করেছেন। ট্যুইটে তিনি লিখেছেন, সংবাদ জগতে প্রতিভাবান ও জনপ্রিয় বিশিষ্ট সাংবাদিক রোহিত সারদানার অকাল প্রয়ানের খবরে অত্যন্ত মর্মাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করেছি।


উল্লেখ্য, রোহিত সরদানা বিভিন্ন মিডিয়া হাউসে কাজ করেছেন।