ট্যুইট করে স্বয়ং গডকরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমাদের সরকার পাকিস্তানের দিকে যাওয়া আমাদের জলের অংশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পূবের নদীগুলির জলস্রোত ঘুরিয়ে দিয়ে জম্মু ও কাশ্মীর, পঞ্জাবে আমাদের নিজেদের জনগণকে সরবরাহ করা হবে।
তিনি আরও জানান, রবি নদীর ওপর শাহপুর-কান্দিতে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ইউজেএইচ প্রকল্পের মাধ্যমে আমাদের ভাগের জল জম্মু ও কাশ্মীরে ব্যবহারের জন্য ধরে রাখা হবে, অবশিষ্ট জল দ্বিতীয় রবি-বিপাশা লিঙ্ক থেকে অন্য রাজ্যগুলির ব্যবহারের জন্য ছাড়া হবে। এই প্রকল্পগুলি জাতীয় প্রজেক্ট বলে জানান তিনি।
এদিন এর আগে গডকরী পাকিস্তানের দিকে যাওয়া তিনটি নদীর জলস্রোত ঘুরিয়ে যমুনায় ফেলা হবে বলে জানিয়েছিলেন। তাঁকে উদ্ধৃত করে এএনআই জানায়, দেশভাগের পর তিনটি নদী ভারত, পাকিস্তানের মধ্যে ভাগ করা হয়। যে তিনটির ওপর ভারতের নিয়ন্ত্রণ আছে, সেগুলির জল পাকিস্তানে যাচ্ছে। আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি, যাতে এই নদীগুলির জল যমুনায় গিয়ে পড়বে। এটা বাস্তবায়িত হলে যমুনায় আরও বেশি জল হবে। ১৯৬০ সালের চুক্তি অনুসারে, ভারতের পূর্ণ কর্তৃত্ব আছে রবি, বিপাশা, সতলেজের ওপর, পাকিস্তান পেয়েছে ঝিলম, চেনাব, সিন্ধু নদ।