নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ৪০ জন জওয়ানের। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানোর লক্ষ্যে কাশ্মীরে মোতায়েন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীর জওয়ানদের বিনামূল্যে বিমানে যাতায়াতের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক। এতদিন শুধু ইন্সপেক্টর বা এর উঁচু পদে থাকা অফিসাররাই এই সুবিধা পেতেন। তবে এখন থেকে কাশ্মীরে মোতায়েন আধাসামরিকবাহিনীর সব জওয়ানই কর্মস্থলে যোগ দিতে যাওয়া, বদলি, ছুটিতে যাওয়া বা অন্য কোনও জায়গায় যাওয়ার সময় বাণিজ্যিক উড়ান ধরতে পারবেন।



স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ‘কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীর সব জওয়ান দিল্লি-শ্রীনগর, শ্রীনগর-দিল্লি, জম্মু-শ্রীনগর ও শ্রীনগর-জম্মু যেতে পারবেন বিমানে।’



জম্মু ও কাশ্মীরে এখন সীমান্ত নিরাপত্তাবাহিনী, আইটিবিপি, সিআইএসএফ, সশস্ত্র সীমা বল, এনএসজি ছাড়াও ৬৫,০০০ সিআরপিএফ জওয়ান মোতায়েন। তাঁদের সবারই নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ট্যুইট করে জানিয়েছেন, কনস্টেবল, হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সহ যে জওয়ানরা এতদিন পর্যন্ত বিমানে যাতায়াতের সুবিধা পেতেন না, তাঁদেরও এবার এই সুযোগ দেওয়া হবে। এর ফলে উপকৃত হবেন আধাসামরিকবাহিনীর ৭.৮ লক্ষ জওয়ান। তাঁদের জন্য উপত্যকায় উড়ানের সংখ্যা বাড়ানো হচ্ছে।