স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ‘কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীর সব জওয়ান দিল্লি-শ্রীনগর, শ্রীনগর-দিল্লি, জম্মু-শ্রীনগর ও শ্রীনগর-জম্মু যেতে পারবেন বিমানে।’
জম্মু ও কাশ্মীরে এখন সীমান্ত নিরাপত্তাবাহিনী, আইটিবিপি, সিআইএসএফ, সশস্ত্র সীমা বল, এনএসজি ছাড়াও ৬৫,০০০ সিআরপিএফ জওয়ান মোতায়েন। তাঁদের সবারই নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ট্যুইট করে জানিয়েছেন, কনস্টেবল, হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সহ যে জওয়ানরা এতদিন পর্যন্ত বিমানে যাতায়াতের সুবিধা পেতেন না, তাঁদেরও এবার এই সুযোগ দেওয়া হবে। এর ফলে উপকৃত হবেন আধাসামরিকবাহিনীর ৭.৮ লক্ষ জওয়ান। তাঁদের জন্য উপত্যকায় উড়ানের সংখ্যা বাড়ানো হচ্ছে।