শিলচর: পরণে পিপিই কিট, মুখ ঢাকা মাস্ক, ফেস শিল্ডে। 'ঘুঙরু টুট গ্যায়ে' গানের তালে নাচের ভঙ্গি দেখলে ভুল হয়ে যেতেই পারে হৃতিক রোশন বলে! শিলচরের চিকিৎসকের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। একদিনেই কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছিলেন শিলচর মেডিক্যাল কলেজের ইএনটি চিকিৎসক অরূপ সেনাপতির নিঁখুত ডান্স স্টেপস। সেই ভিডিও শেয়ার করে খোদ হৃতিক বললেন, 'অসম গেলে আমি ডঃ অরূপের কাছে এই স্টেপস শিখে নিতে চাই!'

পুজোর মুখে আতঙ্ক বাড়াচ্ছে কোভিড। রোজই বাড়ছে আক্রান্ত ব্যক্তির সংখ্যা, বাড়ছে মৃত্যুও। করোনাকে বাগে আনতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অনেকেই ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নেটদুনিয়ার মন ভালো করে দিয়েছিল চিকিৎসক অরূপ সেনাপতির 'ঘুঙরু টুট গ্যায়ে'। ভাইরাল ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছিলেন তাঁরই সহকর্মী, সৈয়দ ফয়জান আহমেদ। কোভিড রোগীদের মন ভাল রাখতেই তাঁদের সামনেই এই ডান্স পারফরম্যান্স করে দেখান এই ইএনটি সার্জন ৷





ভাইরাল ভিডিও ক্রমেই পৌঁছে যায় নায়কের কাছে। ভিডিওটি নিজের ট্যুইটার প্রোফাইল থেকে রিট্যুইট করেন খোদ হৃতিক রোশন। মুগ্ধ নায়ক লেখেন, 'দয়া করে অরুপকে বলবেন আমিও ওনার কাছ থেকে এই স্টেপ শিখতে চাই এবং যত ভালো উনি নাচছেন, ততটাই ভালো একদিন নাচতে চাই অসমে গিয়ে। অদম্য স্পিরিট।'



হৃতিকের এই প্রতিক্রিয়া পেয়ে আপ্লুত অরূপও। সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি আমার নায়ককে নাচ শেখাতে পারি না। আমি যেটুকু শিখেছি সবটাই আপনাকে, এমজে ও প্রভু দেবা স্যারকে দেখে। আপনাকে অনেক ভালোবাসা হৃতিক স্যার।'



গত রবিবার এই ভিডিয়োটি শ্যুট করা হয়েছে। সোমবার থেকে আগামী ৭ দিন কোয়ারেন্টাইনে থাকছেন অরূপ। অসমের স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী একটানা সাত দিন ডিউটি করতে হয় চিকিত্সকদের এবং পরবর্তী সাত দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। অরূপের কথায় নাচ শুধু তাঁর হবি নয়, প্যাশনও বটে। রাজ্যস্তরে আয়োজিত একাধিক নৃত্য প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন তিনি।