নয়াদিল্লি: ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। বৃহস্পতিবার, ভারতরত্ন সম্মান প্রদান করা হল দেশের তিন কৃতী সন্তান-- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ভারতীয় জনসঙ্ঘের প্রয়াত নেতা নানাজি দেশমুখ ও প্রয়াত গায়ক ভূপেন হাজারিকা। বৃহস্পতিবার, রাষ্ট্রপতি ভবনের দরবার হলে একটি অনুষ্ঠানে পূর্বসূরীর হাতে এই পুরস্কার তুলে দেন রামনাথ কোবিন্দ। অন্যদিকে, ভূপেন হাজারিকার ছেলে তেজ এবং দেশমুখের নিকটাত্মীয় বিক্রমজিৎ সিংহ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।
ভারতরত্ন সম্মান প্রদান করা হল প্রণব, নানাজি ও হাজারিকাকে
Web Desk, ABP Ananda | 08 Aug 2019 07:59 PM (IST)