নয়াদিল্লি: প্রবীণ সাংবাদিক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুলদীপ নায়ারের প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিজেপি সভাপতি অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তি।



গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন কুলদীপ। বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর স্ত্রী ও দুই ছেলে বর্তমান। আজ দুপুর একটায় নয়াদিল্লির লোধি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।