নয়াদিল্লি: দিল্লির এইমসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ট্যুইট করে এই খবর জানিয়েছেন। তাঁর ট্যুইট, ‘দিল্লি এইমসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি সফলভাবে শেষ হয়েছে। সফলভাবে অস্ত্রোপচার করার জন্য আমি চিকিৎসকদের দলকে অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্রপতির স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য এইমসের ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
শুক্রবার সকালে ৭৫ বছর বয়সি রাষ্ট্রপতির বুকে অস্বস্তি শুরু হওয়ায় তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে সেখানেই ভর্তি হন তিনি। শনিবার তাঁকে সামরিক হাসপাতাল থেকে এইমসে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর এইমসে ভর্তি হন রাষ্ট্রপতি। সেখানেই আজ তাঁর অস্ত্রোপচার হল।
এইমস সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
রাষ্ট্রপতি হাসপাতালে ভর্তি হওয়ার সময় বাংলাদেশ সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান তিনি থেকেই ফোনে রাষ্ট্রপতির ছেলের সঙ্গে কথা বলেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন দলের নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করে জানান, ‘রাষ্ট্রপতিজির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছি। তিনি যাতে সুস্থ থাকেন, সেজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’
আজ রাষ্ট্রপতির অস্ত্রোপচার হওয়ার পর সবাই রাষ্ট্রপতির দ্রুত সুস্থতা কামনা করছেন।