নয়াদিল্লি: মঙ্গলবার দিল্লি এইমসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি হবে। আজ রাষ্ট্রপতি ভবন সূত্রে এমনই জানা গিয়েছে। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আজ বিকেলে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা মঙ্গলবার, ৩০ মার্চ সকালে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি এইমসের বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে আছেন।’



এর আগে শুক্রবার সকালে ৭৫ বছর বয়সি রাষ্ট্রপতির বুকে অস্বস্তি শুরু হওয়ায় তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাল থেকে সেখানেই ভর্তি ছিলেন তিনি। আজ তাঁকে সামরিক হাসপাতাল থেকে এইমসে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। গতকাল বাংলাদেশ থেকেই রাষ্ট্রপতির ছেলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।


রাষ্ট্রপতির দফতরের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘চিকিৎসকরা নিয়মিতভাবে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং নানারকম পরীক্ষা করছেন। যে সমস্ত শুভানুধ্যায়ীরা তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি।’


আজ বিকেলে সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর আরও শারীরিক পরীক্ষার জন্য দিল্লি এইমসে রেফার করা হয়েছে।’



প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন দলের নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করে জানিয়েছেন, ‘রাষ্ট্রপতিজির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছি। তিনি যাতে সুস্থ থাকেন, সেজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’


গতকাল সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটালে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।