প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বেলায় দিল্লি মেট্রোর ব্লু লাইনের একটি ট্রেনের মধ্যে স্লোগান দিচ্ছিলেন ওই তরুণরা। রাজীব চকে ট্রেন থেকে নামার পরেও স্লোগান অব্যাহত ছিল। তাঁরা ‘দেশদ্রোহীদের গুলি করে মারা’ এবং ‘দেশের তরুণরা সিএএ-র সমর্থনে রাস্তায় নেমেছেন’ বলে স্লোগান দিতে থাকেন। সাধারণ যাত্রীরা হকচকিয়ে যান। আইন অনুসারে, দিল্লির মেট্রো স্টেশনের মধ্যে বিক্ষোভ দেখানো বা বিশৃঙ্খলা তৈরি করা যায় না। সেই কারণেই ওই ৬ তরুণকে আটক করেন সিআইএসএফ জওয়ানরা। সিআইএসএফ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আজ সকাল ১০.২৫ মিনিটে দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে ৬ তরুণ স্লোগান দিচ্ছিলেন। তাঁদের আটক করে দিল্লি মেট্রো রেল পুলিশের হাতে তুলে দেন সিআইএসএফ জওয়ানরা।’ ডিসিপি (মেট্রো) বিক্রম পোরওয়াল জানিয়েছেন, ‘আমরা ৬ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
আজ যন্তর মন্তর থেকে শান্তিমিছিলের ডাক দিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মিছিলে যোগ দেন বিতর্কিত বিজেপি নেতা কপিল মিশ্র, যাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। এরই মধ্যে ফের বিতর্কিত স্লোগান দেওয়ার অভিযোগ উঠল।