রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত হলে রাফাল চুক্তিতে প্রধানমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হোক, দাবি রাহুলের

Continues below advertisement
চেন্নাই: ফের রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি মোদিকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে দাবি করলেন। বোন প্রিয়ঙ্কা গাঁধী বঢরার স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত হলে রাফাল চুক্তি নিয়ে মোদির বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত বলে দাবি করেছেন রাহুল। চেন্নাইয়ের একটি কলেজে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার সময় কংগ্রেস সভাপতি বলেছেন, ‘আমিই প্রথম ব্যক্তি যে বলবে, রবার্ট বঢরার বিরুদ্ধে তদন্ত হোক। তবে একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তদন্ত হোক। মোদি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। তিনি রাফাল নিয়ে সমান্তরাল আলোচনা চালাচ্ছিলেন। প্রধানমন্ত্রীর সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সাহস দেখানো উচিত। তিনি কেন লুকিয়ে আছেন?’ রাহুল আরও বলেছেন, ‘দেশের মানসিক অবস্থার সঙ্গে আর্থিক বৃদ্ধির সরাসরি যোগ আছে। নেতিবাচক ও ভয়ের পরিবেশে আর্থিক উন্নতির আশা করা যায় না। কংগ্রেস দেশের মেজাজ বদলাবে এবং মানুষকে খুশি ও ক্ষমতাশালী করে তুলবে। বিজেপি দেশের সব প্রতিষ্ঠান দখল করে আরএসএস-এর সদর দফতর নাগপুর থেকে সেগুলি পরিচালনা করতে চাইছে। কংগ্রেস ক্ষমতায় এলে মহিলা সংরক্ষণ বিল পাশ করবে। এখনও ভারতে যথেষ্ট সংখ্যক মহিলাকে শীর্ষ পদে দেখা যাচ্ছে না। মহিলাদের প্রতি মনোভাব বদল না হলে ভারতে তাঁদের ক্ষমতায় দেখা যাবে না।’ নোট বাতিল, কাশ্মীরের অশান্ত পরিবেশ, পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়েও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন রাহুল। তাঁর দাবি, ইউপিএ আমলে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় সেনা জওয়ান ও সাধারণ মানুষের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। কিন্তু মোদি সরকার সেই নীতি অনুসরণ করেনি।
Continues below advertisement
Sponsored Links by Taboola