অমৃতসর: দশেরার সন্ধ্যায় রাবণ দহন দেখতে গিয়ে বিপজ্জনক গতিতে ছুটে আসা ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ৫৯ জনের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে রবিবার পঞ্জাবে সরকার বিরোধী বিক্ষোভ। বিক্ষোভকারীদের হটিয়ে রেললাইনে অবরোধ তুলে দেয় পুলিশ। অবরোধকারীরা ক্ষমতাসীন অমরিন্দর সিংহের কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখায়, মন্ত্রী নভজ্যোত সিংহ সিধুর পদত্যাগ দাবি করে। গতকালও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়, প্রাণঘাতী ট্রেনের চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করে স্থানীয় বাসিন্দারা। আজ রেললাইনে বসে পড়ে বিক্ষোভ শুরু করে একদল, ইট-পাথর ছোঁড়ে। জখম হন কয়েকজন পুলিশকর্মী। তবে ব্যাপক সংখ্যায় পুলিশ পাল্টা তাড়া করে তাদের যে লাইনে গত পরশু রাতে হতভাগ্যদের ট্রেন চাপা দিয়েছে, তার অন্য দিকে সরিয়ে দেয়। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
ফের বিক্ষোভের আশঙ্কায় পঞ্জাব পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে কম্যান্ডো সমেত তাদের কর্মীদের নিয়োগ করেছে। জোড়া ফটক এলাকায় র্যা ফ মোতায়েন রয়েছে।
শুক্রবার রাতে ট্রেনে পিষে যাওয়া ৫৯ জনের মধ্যে ৪০ জনকে শনাক্ত করা গিয়েছে।
এদিন সকাল থেকে একদল যুবক রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় দাবি করে, এখনও বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধান দিতে হবে। পাশাপাশি চাই মৃতদের পরিবারগুলির জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণও। জোড়া ফটক এলাকার বাসিন্দা জনৈক কমল বলেন, আমাদের এলাকার বাসিন্দা দুই শ্রমিক এখনও বেপাত্তা। মুখ্যমন্ত্রী সরকারি ভাবে মৃতের সংখ্যা ৫৯ বলে দিলেও সংখ্যাটা তার বেশি হতে পারে বলে দাবি করেন তিনি। রাজু নামে বিক্ষোভকারী আরেক স্থানীয় যুবক জানান, এক যুবক দুর্ঘটনায় নিহত বাবার দেহ খুঁজে পাচ্ছেন না। তিনি বাবার দেহ ঢাকা দিতে একটুকরো কাপড় জোগাড় করে ফিরে এসে দেখেন, সেটা নেই। রামকুমার নামে আরেকজন একটি সবজি বেচা পরিবারের চারজনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন। ট্রেন দুর্ঘটনায় দুই ভাই বিকাশ ও নিন্দেরপালকে হারিয়েছেন অঞ্জু। তিনি ক্ষোভ উগরে দিলেন নেতাদের ওপর, বললেন, সবাই যখন জানে, অতীতে বহু বছর ধরেই ওখানে দশেরা অনুষ্ঠান হয়, তখন এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় বন্দোবস্ত থাকা উচিত ছিল।
আরেক ব্যক্তি শুধু ভাই সোনুর জুতোজোড়া খুঁজে পেয়েছেন। তিনি সেগুলি নিয়েই পুলিশের কাছে কাতর অনুনয় বিনয় করছেন, ভাইকে খুঁজে দিন! স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, কেন ট্রেনের গতি কমানো হল না?
দুর্ঘটনার ৪০ ঘন্টার বেশি সময় কেটে যাওয়ার পর রেললাইন থেকে বিক্ষোভকারীদের অবরোধ তুলে দিয়ে রেল পরিষেবা ফের চালু করা হয়েছে বলে জানান রেলের জনৈক মুখপাত্র। বলেন, দুপুর ২টা ১৬য় মানাওয়ালা থেকে অমৃতসরগামী একটি মালবাহী ট্রেন ছেড়েছে। এরপর মেল ও এক্সপ্রেস ট্রেন যাবে।
পঞ্জাব সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, সিধুর ইস্তফা দাবি, অমৃতসরে রেললাইনে অবরোধ তুলল পুলিশ
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2018 03:46 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -