নয়াদিল্লি: পাবজি-প্রেমীদের জন্য সুখবর। ভারতে ফিরছে এই মোবাইল গেম। ভারতে বেসরকারি সংস্থা হিসেবে নথিভুক্ত হয়েছে পাবজি। ফলে নতুন করে এদেশে এই মোবাইল গেম চালু হতে আর কোনও বাধা নেই।


কর্পোরেট বিষয়ক মন্ত্রকে নথিভুক্ত হয়েছে পাবজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এটি পাবজি কর্পোরেশনের ভারতীয় সহযোগী সংস্থা। ভারতে নতুন করে যে মোবাইল গেম চালু হচ্ছে, সেটির নাম হচ্ছে ‘পাবজি মোবাইল ইন্ডিয়া’। প্রাথমিকভাবে বিনিয়োগের পরিমাণ পাঁচ লক্ষ টাকা। মূলধন ১৫ লক্ষ টাকা। শুরুতে শুধু অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেই পাওয়া যাবে এই গেম।

এ মাসের ২১ তারিখ ভারতে বেসরকারি সংস্থা হিসেবে নথিভুক্ত হয়েছে পাবজি। নতুন সংস্থার ডিরেক্টর হয়েছেন শন সোহন ও কুমার কৃষণ আয়ার। নতুন সংস্থাটি বেঙ্গালুরুতে নথিভুক্ত হয়েছে। ফলে ভারতে পাবজির সহযোগী সংস্থার সদর দফতর হতে চলেছে বেঙ্গালুরু। পাবজি-প্রেমীরা ‘ট্যাপ ট্যাপ’ অ্যাপের মাধ্যমে আগাম রেজিস্ট্রেশন করে রাখতে পারেন।

পাবজি মোবাইল ইন্ডিয়ার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে?

  • প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে এপিকে লিঙ্কের মাধ্যমে ট্যাপ ট্যাপ অ্যাপ ডাউনলোড করতে হবে

  • এরপর ট্যাপ ট্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে বা নতুন করে সাইন ইন করতে হবে

  • লগ ইন করার পর পাবজি মোবাইল ইন্ডিয়া সার্চ করলেই গেমটি পাওয়া যাবে

  • গেমটি খুঁজে পেলে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে


পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিনের সেনা সংঘর্ষের পরেই এ বছরের সেপ্টেম্বরে জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে শতাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। তখনই নিষিদ্ধ হয় পাবজি। এর আগেও অবশ্য এই মোবাইল গেম নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ, তরুণ প্রজন্ম এই গেমে অত্যধিক আসক্ত হয়ে পড়ছে এবং তার ফলে তাদের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ ওঠে। তবে নিষিদ্ধ হওয়ার পরেও ফের ভারতে প্রত্যাবর্তন ঘটল পাবজির।