নয়াদিল্লি: পাবজির মতো গেমিং অ্যাপের পাশাপাশি একাধিক চিনা মোবাইল অ্যাপ ভারতে নিষিদ্ধ হয়েছে আগেই। লাদাখে ভারত-চিন সীমান্ত সংঘাতের পরিপ্রেক্ষিতে চিনা অ্যাপগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হয় ভারতের স্বার্থবিরোধী কাজকর্মের অভিযোগে। এবার ভারত সরকার আরও ৪৩টি মোবাইল অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯ এ ধারার আওতায় ওই অ্যাপগুলি ভারতীয় ব্য়বহারকারীদের অ্যাকসেস করার সুবিধা বন্ধ করে দেওয়া হল। সেগুলি ব্লক করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। সরকারি সূত্রে বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্ব, সংহতি, প্রতিরক্ষা,সুরক্ষা, নিরাপত্তা ও জনসুরক্ষা বিরোধী কাজকর্মে জড়িত বলে নানা সূত্রে পাওয়া ইনপুটের ভিত্তিতেই কঠোর পদক্ষেপ করল সরকার।
সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে পাওয়া সার্বিক রিপোর্টের ভিত্তিতেই ভারতে অ্যাপগুলি ব্যবহারের সুযোগ ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হল।
অ্যাপগুলির মালিকানা কয়েকটি চিনা কোম্পানির। সেগুলির মধ্য়ে আছে চিনের বৃহত্ খুচরো ব্যবসায়ী সংস্থা আলিবাবা গ্রুপের চারটি কোম্পানি। অ্যাপগুলির মধ্যে আছে আলিসাপ্লায়ার্স মোবাইল অ্যাপ, আলিবাবা ওয়ার্কবেঞ্চ, আলি এক্সপ্রেস, স্মার্টার শপিং, বেটার লিভিং ও আলিপে ক্যাশিয়ার। এর আগে গত ২৯ জুন ও ২ সেপ্টেম্বর ভারতের সার্বভৌমত্ব ঐক্য, সংহতি রক্ষার স্বার্থে বলে সওয়াল করে অসংখ্য অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেগুলির অধিকাংশই চিনা অ্যাপ।২৯ জুন নিষিদ্ধ হয় ৫৯টি মোবাইল অ্যাপ, ২ সেপ্টেম্বর আরও ১১৮টি অ্যাপ। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সব দিক থেকে ভারতের সার্বভৌমত্ব, সংহতি ও দেশের নাগরিকদের স্বার্থরক্ষায় সরকার দায়বদ্ধ। তা সুনিশ্চিত করতে যা যা সম্ভব, সবই করবে সরকার।