পুণে: করোনা ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তির নাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনই হুঁশিয়ারি দিলেন পুণের ডিভিশনাল কমিশনার দীপক মহাইশেখর। তিনি পুলিশকে সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। কেউ করোনা আক্রান্তদের পরিচয় প্রকাশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন দীপক।

গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির আত্মীয় অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। ফলে তাঁর পরিবারের লোকজন সমস্যায় পড়েছেন। তাঁদের সামাজিকভাবে বয়কট করা হচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্তর পরিচয় প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়।

এরপরেই পুণের ডিভিশনাল কমিশনার জানিয়েছেন, ‘পুলিশের সাইবার সেলকে সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও গুজব যাতে না ছড়ানো হয় এবং করোনা আক্রান্তদের পরিচয় প্রকাশ না করা হয়, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সামাজিক সচেতনতা তৈরি করা দরকার। আমরা প্রথম দিন থেকে আবেদন জানাচ্ছি। কিন্তু তা সত্ত্বেও কিছু লোক সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা এরকম একটি অভিযোগ পেয়েছি। যারা গুজব রটাচ্ছে, তাদের উপর নজর রাখছে পুলিশ।’