নয়াদিল্লি: দৈনন্দিন জীবনযাত্রা সহজ এমন ১১১টি শহরের মধ্যে প্রথম তিনে মহারাষ্ট্রের পুণে, নভি মুম্বই ও গ্রেটার মুম্বই। ৩৩ নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসী। ৬৫ নম্বরে দেশের রাজধানী নয়াদিল্লি। আমদাবাদ ২৩, হায়দরাবাদ ২৭ ও চেন্নাই ১৪ নম্বরে। কলকাতা এই সমীক্ষায় সামিল হয়নি।
আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে প্রথমবার এই ধরনের সমীক্ষা চালানো হয়। শাসনব্যবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং পরিকাঠামো বিচার করে শহরগুলির র্যাঙ্কিং ঠিক করা হয়েছে। এই তালিকা প্রকাশ করেছেন আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিংহ পুরী। প্রথম দশে মহারাষ্ট্রের চারটি শহর। সবার নীচে উত্তরপ্রদেশের রামপুর।
জীবনযাত্রা সহজ এমন শহরগুলির মধ্যে সবার উপরে পুণে, ৬৫ নম্বরে নয়াদিল্লি, বারাণসী ৩৩
Web Desk, ABP Ananda
Updated at:
13 Aug 2018 07:21 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -