জেএনইউয়ের ছাত্রনেতা উমর খালিদকে লক্ষ্য করে গুলি, প্রাণে বাঁচলেন
Web Desk, ABP Ananda | 13 Aug 2018 03:21 PM (IST)
নয়াদিল্লি: রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে গুলি উমর খালিদকে। সংসদ ভবনের সামনেই কনস্টিটিউশন ক্লাব। সোমবার দুপুরে সেখানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইিউ) ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তবে খালিদ রক্ষা পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ইউনাইটেড এগেইস্ট হেট নামে একটি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সেখানে এসেছিলেন তিনি। পরে তিনি বলেন, দেশে এক আতঙ্কের পরিবেশ রয়েছে। সরকারের বিরুদ্ধে যে-ই মুখ খুলবে, তাকে ভয় দেখানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কনস্টিটিউশন ক্লাবের প্রবেশ দরজায় খালিদকে নিশানা করে দুটি গুলি ছোঁড়া হয়। খৌফ সে আজাদি শিরোনামে অনুষ্ঠিত কর্মসূচিতে যোগ দিতে খালিদের সঙ্গে এসেছিলেন সইফি নামে একজন। তিনি বলেন, আমরা চা খেতে বাইরে এসেছিলাম। তিনজন আমাদের দিকে এগিয়ে আসে। তাদের একজন খালিদকে পাকড়াও করে। ও বাধা দিতে ধস্তাধস্তি হয়। তার মধ্যেই গুলির শব্দ পাওয়া যায়। তবে খালিদের আঘাত লাগেনি। পালিয়ে যাওয়ার সময় ওরা আরও একবার গুলি চালায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পালানোর সময় দুষ্কৃতীরা অস্ত্রটি ফেলে যায়। সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।