চণ্ডীগড়: আজ পঞ্জাবের (Punjab) ১৭ তম মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ গ্রহণ করলেন আম আদমি পার্টির (Aam Aadmi Paty) ভগবন্ত মান (Bhagwant Mann)। তাঁকে শপথবাক্য পাঠ করান পঞ্জাবের রাজ্যপাল (Governor) বনোয়ারীলাল পুরোহিত (Banwarilal Purohit)। ভগৎ সিংহের (Bhagat Singh) পৈত্রিক ভিটে খটকর কালান (Khatkar Kalan) গ্রামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi Chief Minister) তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আম আদমি পার্টির অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন মণীশ শিশোদিয়া, সঞ্জয় সিংহরা।পঞ্জাবে এবার জয়ী আম আদমি পার্টির বিধায়করাও এই অনুষ্ঠানে ছিলেন।
এতদিন শুধু দিল্লিতেই ক্ষমতায় ছিল আম আদমি পার্টি। এই প্রথম দিল্লির বাইরে দেশের অন্য কোনও রাজ্যে ক্ষমতায় এল অরবিন্দ কেজরিওয়ালের দল। এবারের বিধানসভা নির্বাচনে পঞ্জাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আম আদমি পার্টি।
আজ পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে আম আদমি পার্টির সদস্য-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। আজ সকালেই খটকর কালান গ্রামে পৌঁছে যান আম আদমি পার্টির প্রায় তিন লক্ষ সমর্থক। পুরুষদের পরনে ছিল হলুদ রঙের পাগড়ি এবং মহিলাদের পরনে ছিল হলুদ ওড়না। পঞ্জাবে এবার ভোটের প্রচারে আম আদমি পার্টির রং ছিল হলুদ। ভোটের প্রচারে রামপ্রসাদ বিসমিলের লেখা গান ‘রং দে বাসন্তী’ ব্যবহার করেন ভগবন্ত মানরা। একইসঙ্গে তাঁরা বারবার ভগৎ সিংহ ও তাঁর সহযোগী স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের কথাও উল্লেখ করেন। সেই কারণেই ভোটে জয় পাওয়ার পর ভগৎ সিংহের গ্রামে শপথ গ্রহণ করলেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী।
৪৮ বছর বয়সি মান আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে পঞ্জাবের সব মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে শপথ গ্রহণ করবেন পঞ্জাবের তিন কোটি মানুষ।
শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ভগৎ সিংহের গ্রামে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ইন্সপেক্টর জেনারেল ও সিনিয়র পুলিশ সুপাররা সেখানে ছিলেন। অনুষ্ঠানস্থলে ও চারপাশে মোতায়েন করা হয় আট থেকে ১০ হাজার নিরাপত্তারক্ষী।