চণ্ডীগড়: দেশজুড়ে লকডাউনের মধ্যে ভাল খবর। করোনা ভাইরাসমুক্ত হিসেবে ঘোষিত হল পঞ্জাবের শহিদ ভগৎ সিংহ নগর জেলা। পঞ্জাবের প্রথম জেলা হিসেবে এখানেই করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছিল। তবে বাকি ১৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। ১৬ বছরের এক কিশোর এসবিএস নগর সিভিল হাসপাতালে ভর্তি ছিলেন। দ্বিতীয় নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসায় তাঁকেও ছেড়ে দেওয়া হয়েছে। এই হাসপাতালে এখন আর কোনও করোনা আক্রান্ত নেই বলেই জানিয়েছেন সিভিল সার্জেন রাজিন্দর প্রসাদ ভাটিয়া। বাকি ১৭ জন করোনা আক্রান্ত আগেই সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন।


পঞ্জাবের এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল মোট ১৯। তার মধ্যে গত মাসে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। তারপর থেকে অবশ্য আর কারও মৃত্যু হয়নি। ২৬ মার্চ থেকে নতুন করে কেউ করোনা আক্রান্তও হননি।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন, মৃত বৃদ্ধ জার্মানি থেকে ইতালি হয়ে দেশে ফেরেন। ১৮ মার্চ তাঁর মৃত্যু হয়। শহিদ ভগৎ সিংহ নগর, জলন্ধর ও হোশিয়ারপুরে ২৭ জনকে সংক্রামিত করেন ওই বৃদ্ধ। তাঁর ২ বছরের নাতি সহ পরিবারের ১৪ জন সংক্রামিতদের মধ্যে ছিলেন। কিন্তু প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেওয়ায় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য এসেছে।

শহিদ ভগৎ সিংহ নগরের ডেপুটি কমিশনার বিনয় বুবলানি জানিয়েছেন, ‘প্রশাসনের সঙ্গে মানুষ সহযোগিতা করেছেন। তাঁরা জানতেন, তাঁদের স্বার্থেই আমরা কাজ করছি। তাঁদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সাফল্য পাওয়া সম্ভব ছিল না। ১৫টি গ্রাম পুরোপুরি সিল করে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা সবাইকে পরীক্ষা করেছেন। হাসপাতালের চিকিৎসকরাও ভাল কাজ করেছেন। তাঁরা রোগীদের বুঝিয়েছেন, চিকিৎসা করলে সুস্থ হওয়া সম্ভব। আমরা এখনও সতর্ক আছি। ফের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করা হবে।’