নয়াদিল্লি: মহাকাশে ভেঙে পড়ল জি স্যাট ওয়ান। যান্ত্রিক গোলযোগের জন্য দুর্ঘটনা, ট্যুইট করে জানাল ইসরো। নির্দিষ্ট রাস্তা থেকে সরে গিয়ে ভেঙে পড়ে উপগ্রহ। আকাশ থেকে নজরদারির জন্য তৈরি করা হয়েছিল এই উপগ্রহ। শত্রুপক্ষের উপর নজরদারিতে সক্ষম ছিল এই উপগ্রহ। গত এক বছর ধরেই উপগ্রহ পাঠানোর তারিখ পিছিয়েছে ইসরো।
লক্ষ্যপূরণ হল না। মহাকাশে ভেঙে পড়ল ইসরো-র নজরদারি উপগ্রহ-যান GSLV-F10। আজ ভোর ৫টা ৪৩ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে GSLV-F10-এ চড়ে মহাকাশে রওনা দেয় উপগ্রহ GiSAT-1। বৃহস্পতিবার ভোরে ৫টা ৪৩ মিনিটে শ্রীকিন্তু উৎক্ষেপণের ১৫ মিনিট পর যাত্রার তৃতীয় স্তরে ভেঙে পড়ে এই উপগ্রহ। ভেঙে পড়ার আগে বিজ্ঞানীরা দেখেন, নির্দিষ্ট রাস্তা কিছুটা সরে যায় উপগ্রহ-যান GSLV-F10। মহাকাশ থেকে শত্রুপক্ষের ওপর নজরদারিতে সক্ষম এই উপগ্রহ পাঠানোর তারিখ গত এক বছর ধরে ক্রমেই পিছিয়েছে ইসরো।
জিএসএলভি-এফ১০ রকেটের মাধ্যমে এই উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার লক্ষ্য ছিল ইসরোর। সেই মতো সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে সফলভাবেই উৎক্ষেপিত হয়েছিল এই ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’। টুইট করে সে কথা জানিয়ে ছিল ইসরো। তবে শেষ পর্যন্ত ধাক্কা খায় অভিযান। টুইট করে সেকথাও জানায় ইসরো। টুইটে লেখা হয়েছিল, ‘উৎক্ষেপণের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে স্বাভাবিক থাকলেও, ক্রায়োজেনিক পর্যায়ে পৌঁছতে পারেনি উপগ্রহটি। তার আগেই যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে। গোলযোগের কারণে এই অভিযান সম্পূর্ণ হল না।’