নয়াদিল্লি: মহাকাশে ভেঙে পড়ল জি স্যাট ওয়ান। যান্ত্রিক গোলযোগের জন্য দুর্ঘটনা, ট্যুইট করে জানাল ইসরো। নির্দিষ্ট রাস্তা থেকে সরে গিয়ে ভেঙে পড়ে উপগ্রহ। আকাশ থেকে নজরদারির জন্য তৈরি করা হয়েছিল এই উপগ্রহ। শত্রুপক্ষের উপর নজরদারিতে সক্ষম ছিল এই উপগ্রহ। গত এক বছর ধরেই উপগ্রহ পাঠানোর তারিখ পিছিয়েছে ইসরো।


লক্ষ্যপূরণ হল না। মহাকাশে ভেঙে পড়ল ইসরো-র নজরদারি উপগ্রহ-যান GSLV-F10। আজ ভোর ৫টা ৪৩ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে GSLV-F10-এ চড়ে মহাকাশে রওনা দেয় উপগ্রহ GiSAT-1। বৃহস্পতিবার ভোরে ৫টা ৪৩ মিনিটে শ্রীকিন্তু উৎক্ষেপণের ১৫ মিনিট পর যাত্রার তৃতীয় স্তরে ভেঙে পড়ে এই উপগ্রহ। ভেঙে পড়ার আগে বিজ্ঞানীরা দেখেন, নির্দিষ্ট রাস্তা কিছুটা সরে যায় উপগ্রহ-যান GSLV-F10। মহাকাশ থেকে শত্রুপক্ষের ওপর নজরদারিতে সক্ষম এই উপগ্রহ পাঠানোর তারিখ গত এক বছর ধরে ক্রমেই পিছিয়েছে ইসরো।