রাডার, উপগ্রহ চিত্রের মাধ্যমে বালাকোটে জঙ্গিঘাঁটি ধ্বংসের প্রমাণ সরকারকে দিয়েছে বায়ুসেনা, খবর সূত্রের
Web Desk, ABP Ananda | 06 Mar 2019 09:01 PM (IST)
নয়াদিল্লি: পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি ভারতীয় বায়ুসেনার হামলায় ধ্বংস হয়েছে। রাডার ও উপগ্রহ চিত্রের মাধ্যমে সরকারের কাছে এ বিষয়ে প্রমাণও পেশ করেছে বায়ুসেনা। সূত্রের খবর এমনই। এই ছবিগুলিতে দেখা যাচ্ছে, নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে বায়ুসেনা। সংশ্লিষ্ট জঙ্গিঘাঁটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিও হয়েছে। একটি বিদেশি সংবাদসংস্থা বালাকোটে জইশ-ই-মহম্মদের মাদ্রাসার উপগ্রহ চিত্র দেখিয়ে দাবি করে, সেটির কোনও ক্ষতি হয়নি। তবে সূত্রের খবর, গত রবিবারই সরকারের কাছে এই জঙ্গিঘাঁটি ধ্বংসের প্রমাণ পেশ করেছে বায়ুসেনা। নিরপেক্ষ উপগ্রহ চিত্রও সংগ্রহ করা হয়েছে। সেই ছবিগুলি সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। বায়ুসেনার পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে, লেসার নিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে জঙ্গিঘাঁটিতে বোমাবর্ষণ করা হয়েছে। এর ফলে সেখানে বিস্ফোরণ হয়েছে।