নয়াদিল্লি: রাফাল ডিল সংক্রান্ত সু্প্রিম কোর্টের সাম্প্রতিক রায় খতিয়ে দেখার আর্জি জানিয়ে যে পিটিশনাররা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন, আজ তাঁদের তীব্র সমালোচনা করল কেন্দ্র। সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে কেন্দ্রীয় সরকার বলেছে, ওই আবেদনকারীরা তাঁদের পিটিশনে যেসব তথ্য, নথিপত্র পেশ করেছেন, সেগুলি জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সংবেদনশীল, অতীব গুরুত্বপূর্ণ। রাফাল যুদ্ধবিমানের যুদ্ধবিগ্রহে লড়ার, কার্যক্ষমতা সংক্রান্ত নথি ওগুলো।
কেন্দ্রেপ হলফনামায় বলা হয়েছে, দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি, যশবন্ত সিনহা ও সমাজকর্মী-আইনজীবী প্রশান্ত ভূষণের পেশ করা রিভিউ পিটিশনটি চারিদিকে ছড়িয়ে পড়েছে, দেশের শত্রুপক্ষ, বিরোধী শক্তিগুলির হাতেও চলে গিয়েছে। এতে জাতীয় সুরক্ষা বিপন্ন হতে বসেছে। কেন্দ্রীয় সরকারের সম্মতি, সায়, অনুমতি ছাড়াই, তাকে অন্ধকারে রেখে যাঁরা এইসব সংবেদনশীল নথির ফটোকপি করা ও সেগুলি রিভিউ পিটিশন, বিবিধ আবেদনপত্রের সঙ্গে জুড়ে দেওয়ার ষড়যন্ত্র করেছেন, এহেন নথিপত্র বিনা অনুমতিতে ফটোকপির মাধ্যমে সেগুলি চুরি করেছেন, তাঁরা দেশের সার্বভৌমত্ব, অখন্ডতা, নিরাপত্তা শিকেয় তুলে দিয়েছেন, বিদেশি রাষ্ট্রগুলির সঙ্গে দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরাট ক্ষতি করেছেন।
কেন্দ্রের বক্তব্য, তারা গোপনীয়তা রক্ষা করে চললেও রিভিউয়ের আবেদন করা পিটিশনকারীরা স্পর্শকাতর নথিপত্র ফাঁস করে দেওয়ার দোষে দুষ্ট। এতে চুক্তির শর্ত লঙ্ঘন করা হয়েছে। পিটিশনাররা দেশের প্রতিরক্ষা, জাতীয় সুরক্ষা সংক্রান্ত বিষয়ে অভ্যন্তরীণ গোপন আলোচনা সম্পর্কে একেবারে বাছাই করা, অসম্পূর্ণ ছবি তুলে ধরার উদ্দেশ্যে বেআইনি উপায়ে জোগাড় করা নথিপত্র ব্যবহার করছেন।