ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভোটদানের মাধ্যমেই দেশের উন্নতিতে যোগদানের ইচ্ছা বোঝা যায়। ভোট দেওয়ার মাধ্যমে দেশের স্বপ্ন ও উচ্চাকাঙ্খার সঙ্গে নিজেদের যুক্ত করেন নাগরিকরা। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পওয়ার, মায়াবতী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব ও এম কে স্ট্যালিনকে আহ্বান জানাচ্ছি। বেশি ভোটদান গণতন্ত্রের পক্ষে ভাল।’
অন্য ট্যুইটে মোদি লিখেছেন, ‘অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কর্ণ জোহর, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট, অনুষ্কা শর্মা, রণবীর সিংহ, ভিকি কৌশল, ভূমি পেডনেকর, আয়ুষ্মান খুরানা, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাকে ভোটদানের বিষয়ে সচেতনতা তৈরির জন্য আহ্বান জানাচ্ছি।’
নিজের ব্লগে নাগরিকদের উদ্দেশে মোদি লিখেছেন, ‘আপনারা কি দেশে এমন একটি পরিস্থিতি চাইছেন, যেখানে এমন কিছু হচ্ছে যা আপনারা চান না এবং আপনি ভাবতে বাধ্য হচ্ছেন, ‘আমি ভোট দিইনি বলেই এই দুর্ভাগ্যজনক পরিস্থতি তৈরি হয়েছে এবং দেশ তার কুফল ভোগ করছে’? আশা করি সব যোগ্যতাসম্পন্ন তরুণ ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করে গণতন্ত্রকে সমৃদ্ধ করবেন।’