নয়াদিল্লি: রাফাল যুদ্ধবিমান ডিল নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া সওয়াল করলেন, যে রফা হয়েছে, সেটা ভারতের কাছে ভাল প্যাকেজ। রাফাল ভারতীয় উপমহাদেশে শক্তির ভারসাম্য বদলে দেবে বলেও দাবি করেন তিনি।
কংগ্রেস সহ বিরোধী দলগুলি রাফাল ইস্যুতে মোদী সরকারকে কাঠগড়ায় তুলে এই ডিলে তারা অনিল অম্বানির রিলায়েন্স ডিফেন্স লিমিটেডকে ফায়দা তোলার সুবিধা পাইয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে। যদিও বিজেপি ও মোদী সরকার তা অস্বীকার করছে।
কিন্তু সাংবাদিক সম্মেলনে ধানোয়ার দাবি, ফরাসি সংস্থা দাসোঁ এভিয়েশন নিজেরাই অফসেট পার্টনার অর্থাত্ বিদেশি শরিক সংস্থা বাছাই করেছে, সেখানে ভারত সরকার বা বায়ুসেনার কোনও ভূমিকাই ছিল না।
তিনি বলেন, রাফালে দারুণ বিমান যা উপমহাদেশে এক গেম চেঞ্জার হয়ে উঠবে অর্থাত্ ছবিটাই বদলে দেবে। আমরা একটা ভাল প্যাকেজ পেয়েছি, রাফাল ডিলে প্রচুর সুবিধা রয়েছে।
ওলাঁদের সঙ্গে আলোচনার পর ২০১৫-র ১০ এপ্রিলে প্যারিসে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত ঘোষণা করেন মোদী।
রাফাল বিতর্কে গত মাসে আচমকা নয়া মোড় এনে দেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদে। ৫৮০০০ কোটি টাকার রাফাল চুক্তি স্বাক্ষর হয়েছিল তাঁর সময়ে। তাঁকে উদ্ধৃত করে ফরাসি মিডিয়া জানায়, দাসোঁর জন্য পার্টনার বাছাইয়ে ফ্রান্সের সামনে কোনও বাছাবাছির সুযোগ ছিল না। ভারত সরকারই ফরাসি বিমান নির্মাতা সংস্থার জন্য বিদেশি সহযোগী হিসাবে রিলায়েন্সের নাম করে।