নয়াদিল্লি: রাফাল নিয়ে রাহুল গাঁধীর নতুন আক্রমণ। কংগ্রেস সভাপতির দাবি, রাফাল নির্মাতা ফরাসি সংস্থা দসোল্ট এভিয়েশন ২৮৪ কোটি টাকা দিয়েছে অনিল অম্বানিকে। এটা অনিলের রিলায়েন্স ডিফেন্সকে ‘ঘুষের প্রথম কিস্তি’র টাকা বলে উল্লেখ করেছেন তিনি।
পাশাপাশি আজ সাংবাদিক সম্মেলন করে রাহুল কটাক্ষ করেন, পাছে রাফাল ডিল নিয়ে তদন্ত হলে কী হয়, এই আতঙ্কে ‘বিনিদ্র রজনী’ কাটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাফাল ডিলের তদন্ত করতে চেয়েছিলেন বলে সিবিআই প্রধান অলক বর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
রাহুলের এদিনের অভিযোগ সম্পর্কে কেন্দ্রের মোদী সরকার, অনিল অম্বানির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।যদিও এর আগে রাফাল নিয়ে বিরোধীরা যত অভিযোগ তুলেছে, সবই খন্ডন করেছে দুপক্ষ। অভিযোগের স্বপক্ষে কোনও নথিপত্র পেশ করেননি রাহুলও।
তিনি এদিন বলেন, দসোল্ট এভিয়েশনের সিইও সম্প্রতি বলেছেন, সরকার পরিচালিত হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেড (হ্যাল)কে না দিয়ে অনিলের সংস্থাকে অফসেট বরাত দেওয়া হয়েছে এই কারণেই যে প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি তাদের আছে। কিন্তু ঘটনা হল, দসোল্টের দেওয়া ঘুষের টাকা দিয়েই ওই জমি কিনেছে অনিলের কোম্পানি। দসোল্ট একটি লোকসান হওয়া ৮.৩ লক্ষ কোটি টাকার কোম্পানিকে ২৮৪ কোটি টাকা দিয়েছে। রাফাল কেলেঙ্কারি ধামাচাপা দেওয়া হচ্ছে, এটা পরিষ্কার। একটি মাত্র লোকই দুর্নীতি করেছেন।
‘ঘুষের প্রথম কিস্তি’ বাবদ ২৮৪ কোটি দিয়েছে দসোল্ট, সেই টাকায় জমি কিনেছে অনিলের সংস্থা, অভিযোগ রাহুলের, ‘বিনিদ্র রজনী’ কাটাচ্ছেন মোদী, কটাক্ষ
Web Desk, ABP Ananda
Updated at:
02 Nov 2018 03:15 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -