বফর্স ঘুষ মামলায় অভিযুক্তদের রেহাই দিয়ে সিবিআইয়ের রায়ের বিরুদ্ধে সিবিআইয়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
Web Desk, ABP Ananda | 02 Nov 2018 01:25 PM (IST)
নয়াদিল্লি: ৬৪ কোটি টাকার বফর্স ঘুষকাণ্ড মামলায় হিন্দুজা ভাইয়েরা সমেত সব অভিযুক্তকে রেহাই দিয়ে দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সিবিআইয়ের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজ কেন্দ্রীয় তদন্ত সংস্থার আর্জি বাতিল করে দিয়েছে। কেন আবেদন পেশ করতে বিলম্ব হল, সে ব্যাপারে সিবিআইয়ের দেখানো যুক্তি, কারণে সন্তুষ্ট হয়নি বেঞ্চ। যদিও বেঞ্চ বলেছে, দিল্লি হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে আইনজীবী অজয় আগরওয়ালের আবেদনটি এখনও বিচারাধীন, চাইলে সিবিআই সেখানে তাদের যাবতীয় কারণ, যু্ক্তি পেশ করতে পারে। ১৪৩৭ কোটি টাকা মূল্যের বফর্স চুক্তিটি ভারত ও সুইডিশ অস্ত্র নির্মাতা এ বি বফর্সের মধ্যে স্বাক্ষরিত হয় ১৯৮৬-র ২৪ মার্চ। ভারতীয় সেনার জন্য ৪০০ ইউনিট ১৫৫ মিমি হাউইত্জার বন্দুক কিনতে ওই ডিল হয়েছিল।