নয়াদিল্লি: ২০১৭-১৮ সালে ব্যাঙ্কগুলির ৪১,১৬৭ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে রিপোর্ট দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই রিপোর্ট উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ট্যুইটে তাঁর ব্যঙ্গ,  ‘চৌকিদারের বেশে চোরের কাজ। ব্যাঙ্কের ৪১,১৬৭ কোটি টাকা বন্ধুদের দিয়েছেন। এই টাকায় এক বছর মনরেগা চালানো যেত, তিনটি রাজ্যে কৃষকদের ঋণ শোধ করা যেত, ৪০টি এইমস চালু করা যেত।’



রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এর আগের বছর ব্যাঙ্কগুলির ক্ষতির পরিমাণ ছিল ২৩,৯৩৩ কোটি টাকা হলেও, ২০১৭-১৮ সালে সেটা ৭২ শতাংশ বেড়ে গিয়েছে। কড়া নজরদারি সত্ত্বেও ব্যাঙ্কগুলি থেকে টাকা লুট করা হয়েছে। এই বিষয়টি নিয়েই ফের মোদীকে নিশানা করলেন রাহুল।