নয়াদিল্লি: কৈলাশ মানস সরোবরে ১২ থেকে ১৫ দিনের জন্য তীর্থযাত্রায় যাওয়া রাহুল গাঁধী অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহীতে যাবেন। কংগ্রেস সূত্রে এমনই খবর। জানা গিয়েছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে অনাবাসী ভারতীয়দের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যেই সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি। তিনি শারজা স্টেডিয়ামে ভারতীয় বংশোদ্ভূতদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তবে শারজায় যাওয়ার আগে তিনি মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে যাবেন।



রাহুল মানস সরোবর যাত্রায় গেলেও, তাঁর এই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তাঁর সন্দেহ, রাহুল আসলে তীর্থযাত্রায় যাননি। তিনি ভুয়ো ছবি দেখাচ্ছেন। কংগ্রেস অবশ্য গিরিরাজের এই দাবি খারিজ করে দিয়ে ট্যুইটারে রাহুলের আরও একটি ছবি পোস্ট করেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছেন রাহুল। এখনও পর্যন্ত তাঁর মোট যাত্রাপথের হিসেবও দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।