বন্যার সতর্কতা ব্যবস্থা চালু হলে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে, প্রধানমন্ত্রীকে পরামর্শ রাহুলের
Web Desk, ABP Ananda | 14 Aug 2019 12:09 AM (IST)
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন।
নয়াদিল্লি: বন্যায় জীবন ও জীবিকার ক্ষতি ঠেকানোর জন্য আগাম সতর্কতা ব্যবস্থা চালু করার প্রস্তাব দিলেন ওয়েনাডের সাংসদ রাহুল গাঁধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে লেখা হয়েছে, ‘ওয়েনাডে পশ্চিমঘাটের পশ্চিমঘাটের কয়েকটি সবচেয়ে ভঙ্গুর অংশ রয়েছে। এখানেই দেশের ১০ শতাংশ জীববৈচিত্র্য রয়েছে। গত দু’দিনে আমি মলপ্পুরমের কাবালাপাড়া ও ওয়েনাডের পুঠুমালা পরিদর্শন করেছি। এই দু’টি জায়গায় ধস ও বন্যার ফলে বহু মানুষের প্রাণহানি হয়েছে। জীবিকা ও সম্পত্তিরও ক্ষতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমার পরামর্শ হল, আগাম সতর্কতা ব্যবস্থা চালু করার কথা ভেবে দেখতে পারেন। দুর্গত অঞ্চলগুলিতে সতর্কতা ব্যবস্থা চালু হলে বহু মানুষের প্রাণ বাঁচানো যেতে পারে। ওই অঞ্চলগুলিতে যোগাযোগব্যবস্থা সহ বিশেষভাবে নির্মিত ধস ও বন্যা আশ্রয়স্থল গড়ে তোলা যেতে পারে।’ এই চিঠিতে রাহুল আরও লিখেছেন, ‘ওয়েনাডের মানুষের প্রধান জীবিকা হল কৃষিকাজ ও পশুপালন। ধানচাষের জমি অতিবৃষ্টির জলও ধরে রাখে। এর ফলে বন্যার আশঙ্কা কমে যায়। কিন্তু সাতের দশক থেকে ধানচাষের জমির পরিমাণ কমছে। কৃষিক্ষেত্রে সঙ্কটের ফলে গত দু’দশকে বহু কৃষক আত্মহত্যা করেছেন। বনভূমি কমে যাওয়ার ফলে সমস্যা বাড়ছে।’