জম্মু: বিরোধী নেতাদের প্রতিনিধি দল নিয়ে গিয়ে জম্মু ও কাশ্মীরে অস্থিরতা তৈরি করতে চাইছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। আজ এমনই অভিযোগ করলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বিরোধী নেতাদের প্রতিনিধি দল নিয়ে আসতে চেয়ে বিষয়টিকে রাজনীতির রূপ দিচ্ছেন রাহুল গাঁধী। তিনি অস্থিরতা তৈরি করতে চাইছেন। এর ফলে সাধারণ মানুষের সমস্যা হবে। সম্ভবত সীমান্তের ওপার থেকে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আসা ভুয়ো খবরের জবাব দিচ্ছেন রাহুল গাঁধী। তুচ্ছ ঘটনা ছাড়া কাশ্মীর শান্ত। ভারতীয় সংবাদমাধ্যমগুলি দেখে কাশ্মীর উপত্যকার পরিস্থিতির বিষয়ে আসল তথ্য পেতে পারেন রাহুল।’

গতকাল জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল রাহুলকে কটাক্ষ করে বলেছিলেন, উপত্যকায় এসে বাস্তব পরিস্থিতি দেখার জন্য বিমান পাঠাবেন। জম্মু ও কাশ্মীরে যাওয়ার পূর্বশর্ত হিসেবে আটক হওয়া মূলস্রোতের রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে দেখা করা সহ একাধিক দাবি জানানোর জন্যও রাহুলের সমালোচনা করেন তিনি। আজ পাল্টা প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, তিনি জম্মু ও কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করছেন। তবে তাঁর বিমানের প্রয়োজন নেই। তিনি এবং বিরোধী নেতারা যাবেন। ট্যুইট করে রাজ্যপালের কাছে সাধারণ মানুষ ও সেনা জওয়ানদের সঙ্গে দেখা করার স্বাধীনতা দেওয়ারও আর্জি জানান রাহুল।