নয়াদিল্লি: চারদিনের ব্রিটেন ও জার্মানি সফরে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেস সূত্রে খবর, অনাবাসী ভারতীয়দের সমর্থন আদায় করার লক্ষ্যে যে দলীয় কর্মসূচি নেওয়া হয়েছে, তার অঙ্গ হিসেবেই রাহুলের এই সফর। তিনি এই সফরে অনাবাসী ভারতীয়দের পাশাপাশি বিশিষ্টজনদের সঙ্গে দেখা করবেন। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গেও দেখা করতে পারেন কংগ্রেস সভাপতি।


প্রথমে জার্মানির হামবুর্গ শহরে বুসেরিয়াস সামার স্কুলের কাম্পনাগেল থিয়েটারে ভাষণ দেবেন রাহুল। এরপর আগামীকাল বার্লিনে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি। এরপর ব্রিটেনে গিয়েও ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতের স্বাধীনতার ৭০ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাহুল। এ বছরের মার্চে তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরে যান। এছাড়া বাহরিনের রাজার আমন্ত্রণে সেখানে গিয়ে অনাবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করেন তিনি।