নয়াদিল্লি: রাফালে যুদ্ধবিমান ডিল নিয়ে রাহুল গাঁধীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর সঙ্গে বিতর্কে নামার চ্যালেঞ্জ খারিজ করে দিল বিজেপি। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, মোদী সরকার সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেই রাফালে চুক্তি রূপায়ণ করেছে। তিনি বলেন, আয়কর বিভাগ তাঁর ও তাঁর মা সনিয়া গাঁধীর মালিকানাধীন ইয়ং ইন্ডিয়ার অ্যাসেসমেন্ট শুরু করেছে। ওখানে সংখ্যাগরিষ্ঠ শেয়ার আছে রাহুল আর তাঁর মায়ের। মাত্র ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করে ইয়ং ইন্ডিয়া নামে ওই সংস্থার ৫০০০ কোটি টাকার বেশি সম্পত্তি হয়েছে। রাহুল মাত্র ৬৮ লক্ষ টাকা কর দেওয়ার দায় রয়েছে বলে দাবি করলেও আয়কর বিভাগের অভিমত, তার পরিমাণ হবে ১৫৪ কোটি টাকা। ৫০ লক্ষ টাকা দিয়ে কী করে ৫০০০ কোটি টাকা অর্থমূল্যের সম্পত্তি সহ একটি কোম্পানির জন্য ৯০ কোটি টাকা লোন জোগাড় করলেন আপনি? এটাই আসল সমস্যা রাহুলের। এর মোকাবিলা করতেই রাহুল মিথ্যা অভিযোগ করছেন।
মোদী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার ক্ষেত্রে রাহুল বারবার মিথ্যা বলছেন বলে দাবি করেন রবিশঙ্কর। বলেন, উনি যদি ভেবে থাকেন, মোদী সরকার বা স্বয়ং মোদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় ওনার বিরুদ্ধে ওঠা অভিযোগের মাত্রা লঘু হয়ে যাবে, তাহলে আমি ওনাকে জানিয়ে দিচ্ছি, তা হওয়ার নয়।
রবিশঙ্করের কটাক্ষ, মোদীর সঙ্গে বিতর্কের যোগ্যই নন রাহুল! উনি একবার বড় গলায় বলেছিলেন, উনি সংসদে বলার অনুমতি পেলে ভূমিকম্প হবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সংসদের বাদল অধিবেশনে উনি বললেন, কিন্তু কোনও ভূমিকম্পই হল না।
রাফালে ডিলের সঙ্গে বোফর্স কেলেঙ্কারির তুলনা টানা সমালোচকদের জবাব দিতে গিয়ে গাঁধী পরিবারকে ইঙ্গিত করে রবিশঙ্কর বলেন, সবাই জানে কীভাবে একটি পরিবারকে বাঁচানো হয়েছিল, তাদের এক বন্ধুকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল।
তিনি দাবি করেন, এনডিএ সরকার রাফালে যুদ্ধবিমানের যে বেস প্রাইস রফা করে ঠিক করে, তা ইউপিএ সরকার নির্ধারিত দামের চেয়ে ৯ শতাংশ কম। তাছাড়া, ডিলের গোপনীয়তা রক্ষার শর্তও ইউপিএ সরকারই রেখেছিল, এনডিএ সরকার তাতে সম্মতি দিয়েছে।
মনমোহন সিংহের ইউপিএ জমানার দুই প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি ও প্রণব মুখোপাধ্যায়ের সংসদে একাধিক জবাবের উল্লেখ করে তিনি বলেন, ওঁরাও কিন্তু অস্ত্রের মূল্য সহ প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে প্রকাশ করতে রাজি হননি। রবিশঙ্কর রাহুলকে উদ্দেশ্য করে বলেন, আপনার সরকারেরই প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ওঁরা। আপনি এতটাই দায়িত্বজ্ঞানহীন যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপস করছেন। এটা জাতীয় স্বার্থের পরিপন্থী।
রাফালে ডিল: মিথ্যা বলছেন, মোদীর সঙ্গে বিতর্কের যোগ্যই নন রাহুল! পাল্টা রবিশঙ্কর
Web Desk, ABP Ananda
Updated at:
13 Aug 2018 08:59 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -