কেরলে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী, বন্যায় ৪৪৩ জনের মৃত্যু হয়েছে ১৪টি জেলায় ৫৪.১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগামীকাল দু’দিনের কেরল সফরে যাচ্ছেন রাহুল
Web Desk, ABP Ananda | 27 Aug 2018 07:57 PM (IST)
নয়াদিল্লি: আগামীকাল দু’দিনের সফরে বন্যাবিধ্বস্ত কেরলে যাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ট্যুইট করে তিনি নিজেই এই খবর জানিয়েছেন। ট্যুইটারে রাহুল লিখেছেন, ‘আমি আগামীকাল ও পরশুদিন কেরলে থাকব। ওই রাজ্যে গিয়ে বন্যাদুর্গত অঞ্চল ও ত্রাণশিবিরে যাব। মৎস্যজীবী, স্বেচ্ছাসেবক এবং যাঁরা বন্যাদুর্গতদের জন্য নিরন্তর কাজ করে চলেছেন তাঁদের সঙ্গে দেখা করব।’