রাহুল ফাটা রেকর্ড বাজাচ্ছেন, রাফাল দুর্নীতির অভিযোগ করে কেরিয়ারের উন্নতি করতে পারবেন না, পাল্টা বিজেপি

Continues below advertisement
নয়াদিল্লি: রাফাল যুদ্ধবিমান সংক্রান্ত চুক্তি ও নোট বাতিল নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে পাল্টা আক্রমণ করলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। তিনি রাহুলের পাল্টা সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘তোতাপাখির মতো সাংবাদিক বৈঠকে একই অভিযোগ করে চলেছেন রাহুল গাঁধী। তাঁর নতুন কিছুই বলার নেই। রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ করে তাঁর কেরিয়ারের উন্নতি হবে না। কারণ, তাঁর কাছে প্রকৃত তথ্য নেই। দেশের মানুষ ইতিমধ্যেই নোট বাতিল নিয়ে তাঁর অভিযোগ বারবার খারিজ করে দিয়েছেন।’ বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাফাল চুক্তি ও নোট বাতিল নিয়ে একগুচ্ছ অভিযোগ করেছেন রাহুল। তাঁকে পাল্টা আক্রমণ করে সম্বিত বলেছেন, ‘নোট বাতিলের পরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। বিভিন্ন জায়গায় রাফালের ভিন্ন ভিন্ন দামের কথা বলছেন রাহুল। তাঁর নিজের কথা মনে রাখা উচিত।’
Continues below advertisement
Sponsored Links by Taboola