নয়াদিল্লি: শুক্রবার আন্তর্জাতিক যোগদিবসে ভারতীয় সেনাবাহিনীর ডগ স্কোয়াডের যোগচর্চার ছবি ট্যুইট করে ক্যাপশনে ‘নয়া ভারত’ শব্দদুটি লিখেছেন রাহুল গাঁধী। নরেন্দ্র মোদি সরকারকে এভাবে তিনি কটাক্ষ করতে চেয়েছেন বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে প্রত্যাশিত ভাবেই তাঁর ট্যুইট ঘিরে বিতর্ক হচ্ছে। অভিযোগ, তিনি মজা করেছেন সেনাকে নিয়ে।
সেনাবাহিনীর ডগ স্কোয়াডের কুকুরদের ও তাদের ট্রেনারদের যোগের মুদ্রায় শরীরচর্চা করতে দেখা যাচ্ছে ছবিগুলিতে। সেগুলি সোস্যাল মিডিয়ায় দেন প্রতিরক্ষা মুখপাত্র। রাহুল সেগুলি শেয়ার করে কটাক্ষ করেন।



কংগ্রেস সভাপতিকে এজন্য নিশানা করে বিজেপি খোঁচা দিয়েছে, ওঁর কাছে জীবনটা শুধুই মজা করার, তিনি নিজের প্রিয় সারমেয়র ছবি পোস্ট করে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একদিকে যখন এক নতুন ভারত জেগে উঠছে, তখন গাঁধীর অধীনে এ এক নতুন কংগ্রেসের উত্থান হচ্ছে। বিজেপি সভাপতি অমিত শাহের তোপ, রাহুল সেনার অপমান, যোগ দিবসকেও বিদ্রূপ করলেন। তিনি ট্যুইট করেছেন, কংগ্রেস তিন তালাকের মতো মধ্যযুগীয় প্রথা সমর্থন করে, আবার সশস্ত্র বাহিনীকে অপমান করল। কংগ্রেস নেতিবাচক ধারণা ছড়াচ্ছে বলেও তাঁর অভিযোগ। তিনি লিখেছেন, কংগ্রেস নেতিবাদের প্রতিনিধি। মধ্যযুগীয় তিন তালাক প্রথাকে আজ সমর্থন করার মধ্যেই ওদের নেতিবাচক মানসিকতা দেখা গেল। এখন যোগ দিবসকেও ঠাট্টা করছে, ফের আমাদের বাহিনীকে অপমান করল। তবে ইতিবাচক চেতনার জয় হবে, আশা করছি। তা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে সাহায্য করতে পারে।




বিজেপি মুখপাত্র নলিন কোহলি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় একদিকে নতুন ভারত দেখছি, অন্যদিকে গাঁধীর ট্যুইটে তাঁর নেতৃত্বে নতুন এক কংগ্রেসকে দেখা যাচ্ছে। সম্ভবত ওনার কাছে জীবন এক ক্রমাগত মজা, উনি সেসব ছবি পোস্ট করার সুযোগ খোঁজেন যেগুলি ওঁকে ওঁর প্রিয় পোষ্য পিডিকে মনে করায়।
আরেক বিজেপি নেতার ট্যুইট, একজন সিনিয়র রাজনীতিককে আন্তর্জাতিক যোগ দিবসকে উপহাস করতে দেখা যন্ত্রণার। তবে এটা মোটেই বিস্ময়কর নয়, কেননা ওরা সবসময় ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি জিনিসকে অপমান করেছে। ভোটব্যাঙ্ক রাজনীতির জন্যই কি করছে?