জয়পুর: গতকালই দেশে ফিরেছেন ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। গতকাল সারা দিনই দেশের মানুষ সাগ্রহে বীর পাইলটের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। দেশের মাটিতে পা রাখতেই আটারি-ওয়াঘা সীমান্তে সাড়ম্বরে স্বাগত জানাল হল তাঁকে। তাঁর দেশে ফেরার অপেক্ষায় যখন দেশের মানুষ অপেক্ষার প্রহর গুণছিলেন, ঠিক তখনই রাজস্থানের আলোয়ারে জন্ম হয় এক শিশুর। সেই সদ্যোজাত শিশুর নাম অভিনন্দন রাখলেন পরিবারের লোকজন।

শিশুটির দাদু জনেশ ভুটানি বলেছেন, গতকাল সন্ধেয় আমার পুত্রবধূ এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। আমরা ভারতীয় বায়ুসেনার পাইলটের সম্মানে ওর নাম অভিনন্দন রেখেছি। আমরা ওই পাইলটের জন্য গর্বিত, সেজন্যই সদ্যোজাত সন্তানের নাম রেখেছি অভিনন্দন।

জনেশ আরও জানিয়েছেন, উইং কমান্ডারের দেশে প্রত্যাবর্তনের খবর জানতে তাঁর পুত্রবধূ সহ পরিবারের সবাই টেলিভিশনে সংবাদ চ্যানেলের পর্দায় নজর রেখেছিলেন। এই সময়ই প্রসব-যন্ত্রণা শুরু হয় তাঁর পুত্রবধূর।

শিশুটির মা সপনা দেবী বলেছেন, আমার সন্তানের নাম অভিনন্দন রেখে আমরা বায়ুসেনার পাইলটের বীরত্বের কথা স্মরণে রাখতে চাই। আমি চাই আমার ছেলে বড় হয়ে অভিনন্দনের মতো সাহসী সৈনিক হোক।

উল্লেখ্য, গত বুধবার অভিযানের সময় মিগ ২১ বাইসন ফাইটার বিমান নিয়ন্ত্রণ রেখার অপর পারে ভেঙে পড়ার পর পাকিস্তান ধরে ফেলেছিল উইং কমান্ডার অভিনন্দনকে। শুক্রবার সন্ধেয় দেশে ফেরেন তিনি।  তিনি যে সাহস ও দৃঢ়তার পরিচয় পাকিস্তানে দিয়েছেন, তার জন্য দেশে তাঁকে নায়কের সংবর্ধনা জানানো হয়।