রাজস্থানে বিয়ের কিছুক্ষণ পরেই কনেকে বন্দুক দেখিয়ে অপহরণ প্রত্যাখ্যাত প্রেমিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2019 08:48 PM (IST)
সিকরের পুলিশ সুপার অমনদীপ সিংহ কপূর বলেছেন, এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএসপি বিধায়কের নেতৃত্বে কয়েকশ মানুষ ধোদে বিক্ষোভ দেখায়।
কপূর জানিয়েছেন, অভিযুক্ত ও হনসার সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
সিকর : বিয়ের পর স্বামীর বাড়ি যাওয়ার পথেই এক সদ্যবিবাহিতাকে অপহরণ করল প্রত্যাখ্যাত প্রেমিক। রাজস্থানের সিকরে গত বুধবার ধোদ থানার রামবক্সপুরার কাছে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানের পর কনের বাড়ি থেকে নবদম্পতির রওনা দেওয়ার ১৫ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। জানা গেছে, অঙ্কিত সেভদা নামে অভিযুক্ত ও তার চার শাগরেদ হনসা কুঁয়ারের গাড়ি আটকায় এবং বন্দুক দেখিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। হনসার সঙ্গেই বিয়ে হয়েছিল তাঁর দিদি সোনুর। হনসা ও সনু নাগওয়া গ্রামের দুই ভাইকে বিয়ে করেন। হনসাকে তুলে নিয়ে যেতে বাধা দিলে দুষ্কৃতিরা সনুকে নিগ্রহ করে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। সিকরের পুলিশ সুপার অমনদীপ সিংহ কপূর বলেছেন, এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএসপি বিধায়কের নেতৃত্বে কয়েকশ মানুষ ধোদে বিক্ষোভ দেখায়। কপূর জানিয়েছেন, অভিযুক্ত ও হনসার সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।