বারমের:  পাকিস্তানের পাত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল ভারতীয় পাত্রের। কিন্তু পুলওয়ামা জঙ্গি আক্রমণ থেকে শুরু করে লাগাতার ভারত-পাক সম্পর্কের অবনতির জেরে পিছিয়ে গেল দুজনের বিয়ে।
রাজস্থানের বারমেরের খেদাজ কা পার গ্রামের বাসিন্দা মহেন্দ্র সিংহের টিকিট কাটা ছিল থর এক্সপ্রেসে। গন্তব্য ছিল পাকিস্তানের সিন্ধু প্রদেশের অমরকোট জেলা। মার্চের ৮ তারিখে সেখানকার সিনোই গ্রামের মে্য়ে ছগন কানোয়ারের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু রেল সূত্রে জানানো হয়, পাকিস্তানের লাহোর থেকে ভারতের আটারি সীমান্ত পর্যন্ত চলা এই ট্রেন বাতিল করা হয়েছে। ভারত-পাক সম্পর্কের অবনতির জন্য অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে এই ট্রেনের যাতায়াত।


এএনআই কে মহেন্দ্র জানান, ভিসা পেতে তাঁদের সমস্যা হয়। এমনকি মন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করে মাত্র ৫জনের ভিসার ব্যবস্থা করা যায়। কিন্তু আত্মীয়স্বজনদের বিয়ের কার্ড বিলি করা হয়ে গিয়েছে। যাবতীয় আয়োজনও সারা। কিন্তু তারপর ভারত-পাক সম্পর্কের জটিলতার কারণেই পিছিয়ে দিতে হয়েছে বিয়ে।

পুলওয়ামায় জঙ্গি আক্রমণের পর থেকেই নতুন করে অবনতি হতে শুরু করে ভারত-পাক সম্পর্কে। এর ১৩ দিন পর এয়ার স্ট্রাইক করে পাক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। এরপর একের পর এক ঘটনায় পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে।