নয়াদিল্লি: সমুদ্রপথে ভারতে নাশকতামূলক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা। এর জন্য জোরকদমে চলছে প্রশিক্ষণ। মঙ্গববার এমন সতর্কতার কথাই জানালেন দেশের নৌসেনা প্রধান সুনীল লানবা। এদিন রাজধানীতে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ডায়লগ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তোলেন নৌসেনা প্রধান। লানবা জানান, ভারতকে অশান্ত করতে একটা রাষ্ট্রের মদতে পুলওয়ামায় হামলা চালিয়েছে চরমপন্থীরা। তিনি বলেন, আমাদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে, সমুদ্র সহ একাধিক মাধ্যমে হামলা চালাতে রীতিমত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জঙ্গিদের।
প্রসঙ্গত, ২৬/১১ মুম্বই হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার ১০ জঙ্গি। ভারতীয় মাছ ধরার ট্রলার ছিনিয়ে মুম্বই পৌঁছে তারা ভয়াবহ নাশকতা ছড়িয়েছিল। নৌসেনা প্রধানের মতে, সাম্প্রতিককালে, বিশ্বের এই অংশ একাধিক ধরনের সন্ত্রাসমূলক হামলার সাক্ষী থেকেছে। খুব কম সংখ্যক দেশ এই নাশকতা থেকে ছাড় পেয়েছে। তিনি যোগ করেন, বর্তমানে সন্ত্রাস যে ভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তাতে আশঙ্কা আরও প্রভূত পরিমাণ বেড়ে গিয়েছে।
লানবার মতে, ভারতের আশঙ্কা এই প্রেক্ষিতে আরও বেশি। তিনি বলেন, তিন সপ্তাহ আগে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার বিভৎসতা আমরা সকলেই দেখেছি। একটা দেশের প্রত্যক্ষ মদতে জঙ্গিরা ওই হামলা চালায়। লক্ষ্য একটাই-- ভারতে অশান্তি সৃষ্টি করা। তিনি যোগ করেন, জঙ্গি গোষ্ঠীগুলি অত্যন্ত দ্রুত হারে দুনিয়াতে ছড়িয়ে পড়ছে। সন্ত্রাসের একটি বিশেষ ধরন অচিরে অদূর ভবিষ্যতে বিশ্বব্যাপী বিপজ্জনক হয়ে দেখা দিতে পারে।