জয়পুর: মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছে। সুখস্বপ্নে ভর করে স্বামীর বাড়িতে এসেছিলেন ২১ বছরের এক তরুণী। কিন্তু যার ভরসায় নতুন জীবন শুরু করেছিলেন তিনি, সেই স্বামীই তাঁর জীবন অতিষ্ঠ করে তুলেছিল বলে অভিযোগ। কালো রং নিয়ে স্বামীর লাগাতার খোঁটা বরদাস্ত করতে না পেরে বাড়ির বাইরে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি। রাজস্থানের ঝালাওয়ার জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাকানি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) বলবীর সিংহ জানিয়েছেন, গত সোমবার মঙ্গীবাই নামে ওই তরুণী বনসখোয়ারা গ্রামে তাঁর বাড়ির বাইরে একটি কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ওই তরুণীর স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা)-ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব ডিএসপি পর্যায়ের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই তরুণীর বাবা নিকটবর্তী গণেশপুরা গ্রামের বাসিন্দা। পুলিশকে তিনি জানিয়েছেন যে, গত এপ্রিলে তাঁর মেয়ের বিয়ে হয়েছিল। এরপর থেকেই গায়ের রং নিয়ে তাঁর স্বামী তাঁকে খোঁটা দিত। তরুণীর বাবার অভিযোগ, গায়ের রং নিয়ে নিত্যদিনের নিগ্রহ সহ্য করতে না পারেই তাঁর মেয়ে আত্মঘাতী হয়েছেন।