নয়াদিল্লি: শাহিদ আফ্রিদিকে সমর্থন রাজনাথ সিংহের। আফ্রিদি পাকিস্তানকে কাশ্মীরের দাবি ছাড়তে বলে যে মন্তব্য করেছেন, তা যথার্থই সঠিক বলে অভিমত রাজনাথের। প্রাক্তন পাক অলরাউন্ডার তারকা ইমরান খানের সরকারকে বিব্রত করে বলেছেন, পাকিস্তান নিজের যে চারটে প্রদেশ আছে, সেগুলিই ঠিক মতো সামলাতে পারে না, আবার কাশ্মীর নিয়ে কী করবে! কাশ্মীর দরকার নেই। যদিও ব্রিটিশ পার্লামেন্টে পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় আফ্রিদি এও বলেন, পাকিস্তানের প্রয়োজন নেই, তা বলে কাশ্মীরকে ভারতের হাতেও ছেড়ে দেওয় উচিত নয়। বরং কাশ্মীর স্বাধীন হোক। অন্তত মানবিকতা তো বাঁচবে। মানুষকে মরতে দেওয়া যায় না। সবচেয়ে বড় মানবিকতা। লোক মরছে কাশ্মীরে, যা যন্ত্রণার। যে সম্প্রদায়েরই হোক, যে কোনও মানুষের মৃত্যুই দুঃখজনক।





আজ এ ব্যাপারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাহিদ আফ্রিদি যা বলেছেন, তা পুরোপুরি সত্যি। ওরা নিজেদের দেশটাই ঠিকঠাক চালাতে পারে না। কী করে কাশ্মীর সামলাবে। কাশ্মীর ভারতের ছিল, থাকবেও।
ভারত, পাকিস্তানের মধ্যে কাশ্মীর বিবাদ ঘিরে বাকযুদ্ধ দীর্ঘদিনের। রাষ্ট্রপুঞ্জ সমেত নানা আন্তর্জাতিক মঞ্চে এ নিয়ে সংঘাত বেঁধেছে দু দেশের। ভারতের অভিযাগ, কাশ্মীর সমস্যাকে অস্ত্র করে সেখানে জঙ্গি পাঠিয়ে অশান্তি, হিংসা ছড়াচ্ছে পাকিস্তান। চলতি বছরের আগস্টে ক্ষমতায় এসে নয়া প্রধানমন্ত্রী ইমরান খানও ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ার বার্তা দেওয়ার পাশাপাশি কাশ্মীর ইস্যুও তুলেছেন।