নয়াদিল্লি: গত কয়েক বছরের মতো এবারও নরেন্দ্র মোদীকে পরানোর জন্য রাখী তৈরি করছেন বারাণসীর মুসলিম উইমেন ফেডারেশনের (এমডব্লুএফ) সদস্যরা। প্রধানমন্ত্রীকে তা পাঠিয়ে দেবেন তাঁরা। কাল রাখী। মোদীকে সংস্থার সদস্যরা বড় ভাই বলে মনে করেন বলে জানান নাজিমা আনসারি। সংস্থার সদস্য নাজিমা বলেন, মোদী তাঁদের কাছে এক পিতৃপ্রতিম ব্যক্তিত্বও। আমাদের ফাউন্ডেশনের বারাণসীর সদস্যরা ২০১৩-য় প্রথম রাখী পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীকে। সেই থেকে এই রীতি চলে আসছে। এবারও তাঁকে রাখী পাঠানো হচ্ছে এই আশা নিয়ে যে, তিনি প্রয়োজনের সময় আমাদের রক্ষা করবেন, সাহায্য দেবেন।
নাজিমার সুরেই আরেক সদস্য শাবানা ফতিমা বলেন, নিজেদের পরিবার ও সমাজে যে অত্যাচার সইতে হয়, তা থেকে আমাদের রক্ষা করতে প্রধানমন্ত্রী মোদীর সহায়তা চাই আমরা। তাছাড়া, তিন তালাকের মতো কুপ্রথা থেকে উনি আমাদের মুক্তি দেবেন বলেও আমরা আশা করছি।