চন্ডীগড়: ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা, হিংসা নিয়ে রাহুল গাঁধীর মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি শিখ ‘গণহত্যা’য় জড়িত কংগ্রেস নেতাদের আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করলেন কেন্দ্রের বিজেপি-এনডিএ জোটের শরিক শিরোমণি অকালি দলের (এসএডি) সভাপতি সুখবীর সিংহ বাদল।
কংগ্রেস সভাপতি ২ দিনের ব্রিটেন সফরে বলেছেন, ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা খুবই যন্ত্রণাদায়ক এক ট্র্যাজেডি। আমার মনে কোনও বিভ্রান্তি নেই যে, এটা একটা ট্র্যাজেডি, দারুণ যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। অবশ্যই হিংসা ঘটেছিল, ট্র্যাজেডি হয়েছিল, কিন্তু এর সঙ্গে কংগ্রেস যুক্ত ছিল বলে যে অভিযোগ করা হয়, আমি তার সঙ্গে একমত নই। পাল্টা সুখবীর বলেন, কংগ্রেস ১৯৮৪-র ওই হিংসায় জড়িত নয় বলে দাবি করে শিখ সম্প্রদায়ের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন রাহুল গাঁধী। শিখদের প্রতি ওনার মনোভাবই ফুটে উঠেছে এতে। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, কংগ্রেস নেতারা যদি শিখ-বিরোধী দাঙ্গায় যদি সামিল না-ই হবেন, তবে কেন এইচ কে এল ভগত, জগদীশ টাইটলার, সজ্জন কুমারের মতো কংগ্রেস নেতাদের ভোটের টিকিট দিয়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, কেন মনমোহন সিংহের সরকার থেকে সরিয়ে দেওয়া হয় টাইটলারকে। শিখ দাঙ্গার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ক্ষমা চেয়েছিলেন বলে উল্লেখ করে সুখবীর বলেন, ওই দাঙ্গার শিকার লোকজনের ন্যয়বিচারের দাবিতে সংগ্রাম চলবেই।
প্রসঙ্গত, ১৯৮৪-তে সে সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী নিজের দেহরক্ষীদের গুলিতে প্রাণ হারানোর পর শিখ সম্প্রদায়কে কাঠগড়ায় তুলে নজিরবিহীন হিংসা চালানো হয়, যাতে নিহত হন প্রায় ৩ হাজার শিখ।