নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি রঞ্জন গগৈ। দেশের ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি দীপক মিশ্রর স্থলাভিষিক্ত হলেন তিনি। এদিন ৬৩ বছরের বিচারপতি গগৈকে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
১৩ মাসের কিছুটা বেশি সময় প্রধান বিচারপতি পদে থাকবেন বিচারপতি গগৈ, অবসর নেবেন ২০১৮-এর ১৭ নভেম্বর। অসম থেকে তিনিই প্রথম প্রধান বিচারপতি হলেন।
গগৈয়ের পূর্বসুরী বিচারপতি দীকপ মিশ্রর কার্যকালের মেয়াদ ২ অক্টোবর শেষ হয়েছে। গত সোমবার ছিল তাঁর শেষ কাজের দিন।
এর আগে গত সেপ্টেম্বর বিচারপতি মিশ্র প্রথা মেনে সবচেয়ে সিনিয়র বিচারপতি হিসেবে বিচারপতি গগৈ-এর নাম তাঁর উত্তরসূরী হিসেবে সুপারিশ করেন।
শপথ গ্রহণের পর মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন প্রধান বিচারপতি গগৈ।