কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন। সকাল ৮টা নাগাদ এমসিএইচ  বিল্ডিংয়ের একতলায় ফার্মাসি কাউন্টার ও স্টোরে আগুন লাগে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের উপরেই রয়েছে মেডিসিন ও হেমাটোলজি বিভাগ। আতঙ্কে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বেরিয়ে আসেন চিকিত্সক ও হাসপাতালের কর্মীরাও। প্রায় আড়াইশো জন রোগীকে ইতিমধ্যেই সরানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে এনআরএসে স্থানান্তরিত করা হয়।

 

রোগীদের বাইরে বের করে আনার কাজে প্রথমে হাত লাগান স্থানীয় বাসিন্দা ও অটোচালকরা। খোলা আকাশের নীচে রাখা হয় রোগীদের। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন। জানালার কাচ ভেঙে আগুনের উত্সস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। জমে থাকা ধোঁয়া বের করতে ব্যবহার করা হচ্ছে ফায়ার এক্সট্র্যাকটর।

# আগুন লাগার পর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ রোগীর আত্মীয়দের। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বহু রোগী। তাঁদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে আত্মীয়দের কিছু না জানানোয় তৈরি হয়েছে উদ্বেগ।

# কলকাতা মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ফার্মাসি স্টোরে মজুত প্রায় আশি শতাংশ ওষুধ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা।

# হাসপাতাল সূত্রে খবর, এই স্টোর থেকেই হাসপাতালে ভর্তি ও আউটডোরে চিকিত্সা করাতে আসা রোগীদের ওষুধ সরবরাহ করা হয়।

# প্রায় একমাসের ওষুধ মজুত করা ছিল। অগ্নিকান্ডের জেরে সেই সমস্ত ওষুধই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা।

# পাশাপাশি, হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় বন্ধ ন্যায্য মূল্যের ওষুধের দোকানও। ফলে বিপাকে পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা।

# আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন আইসিইউয়ের রোগীরা

# জরুরি বিভাগে আপাতত বন্ধ নতুন রোগী দেখা