সামাজিক রূপান্তরের লক্ষ্যে মহিলা ক্ষমতায়ন নিয়ে জাতীয় কনভেনশনে নিজের ভাষণ কোবিন্দ বলেন, মহিলা নিরাপত্তা একটা সিরিয়াস ইস্যু। পকসো আইনে ধর্ষণে দোষীদের ক্ষমা চেয়ে পিটিশন পেশ করার অধিকার থাকা উচিত নয়। সংসদের ক্ষমাভিক্ষার আর্জি পিটিশনগুলি বিচার করা উচিত। এ ব্যাপারে অনেক কাজ হয়েছে, তবে এখনও বহু কাজ বাকি রয়ে গিয়েছে বলেও অভিমত জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, মেয়েদের ওপর দানবীয় আক্রমণের ঘটনাগুলি দেশের বিবেক নাড়িয়ে দেয়। ঝাঁকুনি দেয়। প্রত্যেক বাবা-মায়ের উচিত, পুত্রসন্তানের মধ্যে মহিলাদের প্রতি সম্মান, মর্যাদাবোধ চারিয়ে দেওয়া।
হায়দারাবাদ সহ দেশের নানা শহরে গত কয়েকদিনে একাধিক ধর্ষণ সহ নারী নিগ্রহের ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিমত জানালেন কোবিন্দ।