নয়াদিল্লি: পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছে নীলগিরি মার্টেন। ছোট্টখাট্টো চেহারার এই বেজি জাতীয় প্রাণীটি কিন্তু বেশ নজরকাড়া। রঙিন লেজ তুলে পাহাড়ি রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে প্রাণীটিকে। আইএএস সুপ্রিয়া সাহু এই ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে কোথায় ভিডিওটি তোলা তা জানা যায়নি। তবে ভিডিও দেখে মনে হয়েছে, গাড়ি থেকে পর্যটকরা এই ভিডিও তুলেছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

নীলগিরি মার্টেন একটি বিরল প্রাণী। পশ্চিমঘাট ও  নীলগিরির জঙ্গল ও তৃণভূমিতেই এদের বসবাস।



সুপ্রিয়া সাহু তাঁর পোস্টে এই প্রাণীর উল্লেখযোগ্য বৈশিষ্ঠ্যগুলি জানিয়ে ক্যাপশনে লিখেছেন, এই সুন্দর ও লোকচক্ষুর অন্তরালে থাকা নীলগিরি মার্টেনের এই ভিডিও তাঁর এক বন্ধু শেয়ার করেছেন। এই নজরকাড়া ও মনোমুগ্ধকর প্রাণীর গা ঘন বাদামী রোমে ঢাকা, গলার কাছটা হলুদ রঙের। আইইউসিএন-এর তালিকায়  বিরল হিসেবেই এই প্রাণীর উল্লেখ রয়েছে।

সাধারণত দক্ষিণ ভারতে নীলগিরি মার্টেন দেখা যায়। কর্ণাটক, কেরল ও তামিলনাড়ুর উঁচু পাহাড়ি এলাকায় চিরহরিৎ জঙ্গলে এর দেখা মেলে। এই প্রাণী সর্বভূক। পাখি, ছোটখাটো স্তন্যপায়ী প্রাণী ও কীটপতঙ্গ এদের শিকার।