তিরুঅনন্তপুরম: বন্যাবিধ্বস্ত কেরলে নতুন করে ত্রাস ছড়িয়েছে র্যাট ফিভার বা লেপ্টোস্পাইরোসিস। এই রোগে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। জল নামার পর থেকে আজ পর্যন্ত এ রাজ্যে র্যাট ফিভারে আক্রান্ত হয়েছেন ৪০ জন, শুধু কোঝিকোড়েই ২৮ জন, বাকিরা আলাপুঝা, ত্রিশূর ও পাথানামথিট্টার বাসিন্দা।
গত ২ দিনেই র্যাট ফিভারে প্রাণ হারিয়েছেন ৮ জন। বন্যার সময় মৃত জীবজন্তুর জলে পচা দেহ থেকে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়েছে। আজ সকালেও কোঝিকোড় মেডিক্যাল কলেজে মারা গিয়েছেন এই রোগে আক্রান্ত এক মহিলা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা দাবি করেছেন, প্রতিটি হাসপাতালে এই রোগের পর্যাপ্ত ওষুধ রয়েছে, তাই আতঙ্কের কোনও কারণ নেই। বন্যাবিধ্বস্ত এলাকাগুলির বাসিন্দাদের রোগ প্রতিরোধে আগে থেকে সাবধান হতে ও অ্যান্টিবায়োটিক খেতেও পরামর্শ দিয়েছেন তিনি।
কোঝিকোড়ে রোগের প্রকোপ সর্বাধিক হওয়ায় এখানকার মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন, মন্ত্রিসভার নাম্বার টু শিল্পমন্ত্রী ই পি জয়ারাজন জানিয়েছেন, র্যাট ফিভারের মোকাবিলা করতে তাঁরা তৈরি, বিনা মূল্যে সবাইকে ওষুধ দেওয়া হবে।
কেরলের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, ২০ লাখের মত মানুষ বন্যার জলের সংস্পর্শে এসেছেন, বন্যা পরবর্তী রোগ থেকে বাঁচতে তাঁদের সকলকে আগে থেকে ব্যবস্থা নিতে হবে।
বন্যার জল নেমেছে, কেরলের নতুন আতঙ্ক এখন র্যাট ফিভার, মৃতের সংখ্যা ১৫
ABP Ananda, Web Desk
Updated at:
02 Sep 2018 02:35 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -