‘ডাউন দ্য মেমরি লেন’, ছবি সহ ১৯৫৫-র স্কুল ইয়ারবুকের পেজ শেয়ার করলেন রতন টাটা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Oct 2020 03:26 PM (IST)
স্মৃতির সরণী বেয়ে ছাত্রজীবনের দিনগুলিতে একবার উঁকি দিয়ে দেখলেন দেশের বিশিষ্ট শিল্পপতি রতন টাটা। মুম্বই ও সিমলায় পড়াশোনার পর নিউইয়র্কের রিভারডেল কলেজে যান রতন টাটা।
নয়াদিল্লি: স্মৃতির সরণী বেয়ে ছাত্রজীবনের দিনগুলিতে একবার উঁকি দিয়ে দেখলেন দেশের বিশিষ্ট শিল্পপতি রতন টাটা। মুম্বই ও সিমলায় পড়াশোনার পর নিউইয়র্কের রিভারডেল কলেজে যান রতন টাটা। সেখান থেকেই ১৯৫৫-তে স্নাতক হন। গত বৃহস্পতিবার ৮২ বছরের টাটা গোষ্ঠীর এমিরেটাস চেয়ারম্যান ইনস্টাগ্রাম পেজে তাঁর একটি পুরানো ছবি সহ স্কুল ইয়ারবুকের একটি পাতা শেয়ার করেছেন। ‘হ্যাশট্যাগ থ্রোব্যাকথার্সডে ট্রেন্ড’-এর অঙ্গ হিসেবেই তিনি এই পুরানো ছবি শেয়ার করেছেন। ইয়ারবুকে লেখা, রতন টাটা বেশ আমেরিকান হয়ে উঠেছেন এবং বেশ আকর্ষনীয় ও নজরকাড়া। লেখা রয়েছে, ‘ভারত থেকে এখানে এসেছে রতন টাটা। ও বেশ মিশুকে, ওর অনেক বন্ধু। যদিও মাত্র বছর দেড়েক হল ও এখানে এসেছে। বেশ আমেরিকান হয়ে উঠেছে ‘’। ওই লেখায় জানানো হয়েছে, রতন টাটা এক সময় ইঞ্জিনিয়ার হওয়ার আশা করেছিলেন এবং স্কুলে বাস্কেটবল খেলতেন। রিভারডেলের সঙ্গে ভারতীয় স্কুলের তুলনা টানতে গিয়ে রিভারডেলকে বেশি কড়া মনে করেছিলেন তিনি। ইয়ারবুকের এই ঝলকের সঙ্গে রতন টাটা তাঁর একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে দুই বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে। রতন টাটা লিখেছেন, ‘এই বৃহস্পতিবার অনেকটা পিছনে স্কুলজীবনের দিনগুলিতে ফিরে গিয়ে আমার দুই বন্ধু লৌ ও রুডির কথা ভাবছি। রিভারডেল কাউন্টি স্কুল, ১৯৫৫-র ইয়ারবুকের এক ঝলক’।