কংগ্রেস লাগাতার দাবি করছে, মোদী সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করতে উদ্যত এবং তাদের সর্বশেষ নজর পড়েছে রিজার্ভ ব্যাঙ্কের ওপর।
কেন্দ্রের সঙ্গে তাদের সাম্প্রতিক সংঘাতের আবহাওয়ার মধ্যেই সোমবার বসছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ বোর্ড বৈঠক, যার দিকে তাকিয়ে রয়েছে দেশের একাধিক মহল। সেখানে নগদ সঙ্কট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। আর এই ইস্যুতেই কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সম্পূর্ণ নজিরবিহীন ভাবে রিজার্ভ ব্যাঙ্ক আইনের ৭ নম্বর ধারা প্রয়োগ করেছে, যার জোরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে নির্দেশ জারি করার ক্ষমতা পায় সরকার।
গত ৯ নভেম্বর সরকার জানায়, তারা কেন্দ্রীয় ব্যাঙ্ককে সবসময় মজুত রাখতে হবে, এমন একটি ‘যথাযথ’ পরিমাণ মূলধনী সঞ্চয় নিয়ে আলোচনা করছে। রিজার্ভ ব্যাঙ্ককে বিপুল পরিমাণ মূলধন হস্তান্তর করতে বলার অভিযোগও অস্বীকার করে সরকার।
কেন্দ্রীয় আর্থিক বিষয় সংক্রান্ত সচিব সুভাষচন্দ্র গর্গও সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়ে জানিয়েছেন, তাঁদের এখনই বড় তহবিলের প্রয়োজন নেই, আরবিআইকে ৩.৬ লক্ষ কোটি টাকা হস্তান্তর করতে বলার কোনও প্রস্তাবও সরকার নেয়নি।